কলকাতা: রঞ্জি ট্রফি আসে। রঞ্জি ট্রফি (Ranji Trophy) যায়। বাংলা শিবিরে হতাশার ছবিটা পাল্টায় না। বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি ম্যাচে বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হল মুম্বই (Mumbai Cricket Team)। অজিঙ্ক রাহানের হাতে উঠল ট্রফি। রেকর্ড ৪২তম রঞ্জি খেতাব মুম্বইয়ের। ঘরোয়া ক্রিকেটে যাদের দৈত্য বলা হয়।


এবারের রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন রিকি ভুঁই। অন্ধ্র প্রদেশকে নক আউটে তোলার নেপথ্যেও ঝলসে উঠেছিল রিকির ব্যাট। ৮ ম্যাচে ৯০২ রান করেছেন রিকি। ৪টি সেঞ্চুরি। হাফসেঞ্চুরির সংখ্যা তিনটি। সর্বোচ্চ ১৭৫ রান। ৭৫.১৬ ব্যাটিং গড়ে রান করেছেন রিকি। তিনি ছাড়া এবারের রঞ্জিতে আর কেউই নশো রান পেরতে পারেননি।


তালিকায় দুই নম্বরে রয়েছেন কেরলের সচিন বেবি। সাত ম্যাচে ৮৩০ রান করেছেন তিনি। ৪টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। ৮৩ ব্যাটিং গড় রেখে রান করেছেন।


এবারের রঞ্জি ট্রফিতে যেন পুনর্জন্ম হয়েছে চেতেশ্বর পূজারার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন। তবে এবারের রঞ্জিতে ছিলেন দারুণ ছন্দে। নিজেকে যেন নতুন করে প্রমাণ করেছেন। রঞ্জিতে ৮ ম্যাচে ৮২৯ রান করে তিনি ব্যাটারদের তালিকার তিন নম্বরে। তিনটি সেঞ্চুরি ও জোড়া হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। ৬৯.০৮ ব্যাটিং গড়ে রান করেছেন তিনি। জাতীয় দলের দরজা কি ফের খুলবে পূজারার সামনে?


বোলারদের তালিকার শীর্ষে তামিলনাড়ুর আর সাই কিশোর। ৯ ম্যাচে ৫৩ উইকেট নিয়েছেন তিনি। ৭ ম্যাচে ৪১ উইকেট নিয়ে দুইয়ে রয়েছেন পুদুচেরির গৌরব যাদব। সমান সংখ্যক উইকেট নিয়েছেন তামিলনাড়ুর অজিত রাম, সৌরাষ্ট্রের ধর্মেন্দ্র জাডেজা, মধ্য প্রদেশের কুমার কার্তিকেয়, মহারাষ্ট্রের এইচ ওয়ালাঞ্জ ও বঢোদরার ভার্গব ভাট।


বাংলার জন্য বরাদ্দ শুধুই হতাশা। ব্যাটারদের তালিকায় ছাব্বিশ নম্বরে রয়েছেন অনুষ্টুপ মজুমদার। সাত ম্যাচে ৫১০ রান করেছেন তিনি। বোলারদের তালিকায় বাংলার সেরা সূরজ সিন্ধু জয়সওয়াল। কিন্তু তিনি রয়েছেন ষোলো নম্বরে। ৬ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন তিনি। রঞ্জি ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলা।


মুম্বই যখন ট্রফি জয়ের উৎসব সারছে, বাংলা তখন আঁধারে ডুবে।


আরও পড়ুন: Mumbai Indians: হার্দিককে নিয়ে অতিরিক্ত মাতামাতি হয়, আইপিএলে অগ্নিপরীক্ষা মুম্বই ইন্ডিয়ান্সের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে