লাহলি: রঞ্জি ট্রফিতে পঞ্জাবের হয়ে ব্যাট হাতে উজ্জ্বল হয়ে উঠলেন যুবরাজ সিংহ। তাঁর অপরাজিত ১৬৪ রানের সুবাদে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের প্রথম দিনের শেষে ৩ উইকেটে ৩৪৭ রান তুলেছে পঞ্জাব। যুবরাজের পাশাপাশি গুরকিরত সিংহ মানও (১০১) শতরান করেছেন। অর্ধশতরান করেছেন জীবনজ্যোত সিংহ (৬৪)।

বেশ কিছুদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ। তবে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে এই ইনিংসে এখনও পর্যন্ত ২৪টি বাউন্ডারি মেরেছেন যুবরাজ। তিনি অসাধারণ ব্যাটিং করেছেন। একের পর এক কাট, পুল করে যুবরাজ বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। ঘরোয়া ক্রিকেটে এটি তাঁর ২৫-তম শতরান। ম্যাচের দ্বিতীয় দিন দ্বিশতরানের লক্ষ্যে খেলতে নামবেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।

দেখুন যুবরাজের এই ইনিংসের এক ঝলক