ট্রেন্ডিং

আইপিএলে হইচই ফেলে দেওয়া বৈভব ফিরল বাড়িতে, কেক কেটে, মালা পরিয়ে বরণ বিস্ময়-কিশোরকে

১৫ বছরের কেরিয়ারে ইতি, টেস্ট ফর্ম্য়াটকে বিদায় জানাচ্ছেন ম্য়াথিউজ

কোহলির আচমকা অবসরের সিদ্ধান্ত জেনেই তাঁকে মেসেজে কী লিখেছিলেন স্টোকস?

তাঁর দিকে উঠেছিল আঙুল, কোহলি ও রোহিতের টেস্ট থেকে অবসরের পর অবশেষে নীরবতা ভাঙলেন গম্ভীর

কেকেআরে এটাই কি শেষ মরশুম হতে চলেছে চন্দ্রকান্ত ও বেঙ্কটেশের? কী ভাবছে ম্য়ানেজমেন্ট?
দুরন্ত ছন্দে কোহলি, লিগে প্রথম দুইয়ে শেষ করতে মরিয়া আরসিবিকে চ্যালেঞ্জ জানাতে তৈরি সানরাইজার্সও
জার্মানি থেকে দেশে ফিরলেন না ‘অসুস্থ’ সৌম্যজিত্
Continues below advertisement

কলকাতা: জার্মানিতে টুর্নামেন্ট শেষ। কিন্তু, দেশে ফেরেননি সৌম্যজিৎ। ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত অলিম্পিয়ান এখন রীতিমত কোনঠাসা। জার্মানির ব্রেমেনে জার্মান ওপেনে খেলতে গিয়েছিলেন। টুর্নামেন্ট শেষ। দেশে ফিরেছে গোটা ভারতীয় দল। কিন্তু, ফেরেননি সৌম্যজিৎ। টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়াকে মেল করে জানিয়েছেন, তিনি অসুস্থ। কবে ফিরবেন তিনি? অন্ধকারে টেবিল টেনিস সংস্থা।
সৌম্যজিতের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনেন অভিযোগকারিনী তরুণী-- ধর্ষণের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও গর্ভপাতের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করে সর্বভারতীয় টেবিল টেনিস ফে়ডারেশন। এর ফলে কমনওয়েলথ গেমসেও খেলতে পারবেন না শিলিগুড়ির এই টেবিল টেনিস তারকা। তবে, সৌম্যজিৎ কবে দেশে ফিরবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
Continues below advertisement
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে