জার্মানি থেকে দেশে ফিরলেন না ‘অসুস্থ’ সৌম্যজিত্‍

Continues below advertisement
কলকাতা: জার্মানিতে টুর্নামেন্ট শেষ। কিন্তু, দেশে ফেরেননি সৌম্যজিৎ। ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে অভিযুক্ত অলিম্পিয়ান এখন রীতিমত কোনঠাসা। জার্মানির ব্রেমেনে জার্মান ওপেনে খেলতে গিয়েছিলেন। টুর্নামেন্ট শেষ। দেশে ফিরেছে গোটা ভারতীয় দল। কিন্তু, ফেরেননি সৌম্যজিৎ। টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়াকে মেল করে জানিয়েছেন, তিনি অসুস্থ। কবে ফিরবেন তিনি? অন্ধকারে টেবিল টেনিস সংস্থা। সৌম্যজিতের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনেন অভিযোগকারিনী তরুণী-- ধর্ষণের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও গর্ভপাতের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করে সর্বভারতীয় টেবিল টেনিস ফে়ডারেশন। এর ফলে কমনওয়েলথ গেমসেও খেলতে পারবেন না শিলিগুড়ির এই টেবিল টেনিস তারকা। তবে, সৌম্যজিৎ কবে দেশে ফিরবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
Continues below advertisement
Sponsored Links by Taboola