নয়াদিল্লি: ইডেনে আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ফাইনালে তোলার পর কিংবদন্তী সচিন তেন্ডুলকরের কাছ থেকে সবচেয়ে বড় শংসাপত্র পেয়ে গেলেন আফগানিস্তানের তরুণ লেগস্পিনার রশিদ খান। সচিনের মতে, রশিদই এখন টি-২০তে বিশ্বের সেরা স্পিনার। শুধু বোলিংই নয়, রশিদের ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন সচিন।



আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রশিদের ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত সচিন। তিনি ট্যুইট করেছেন, ‘আমার সবসময়ই মনে হত রশিদ খান ভাল স্পিনার। কিন্তু এখন আমার বলতে দ্বিধা নেই, এই ফর্ম্যাটে ও বিশ্বের সেরা স্পিনার। মনে রাখতে হবে, ও ভাল ব্যাটিংও করতে পারে। ও দারুণ খেলোয়াড়।’