লন্ডন: দেশকে ভালবাসুন, দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছে তাঁদের ভুলে যাবেন না, আফগানিস্তানে শান্তি ফিরুক, উন্নয়ন হোক।


ওপরের কথাগুলো যিনি লিখেছেন, তিনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তিত। একাধিক ট্যুইটও করেছেন। রশিদ খান। ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় খেলছেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার। এলিমিনেটর পর্বে তাঁর দল ট্রেন্ট রকেটসের খেলা ছিল সাদার্ন ব্রেভের বিরুদ্ধে। সেই ম্যাচে দুই গালে আফগানিস্তানের পতাকা এঁকে মাঠে নামেন তিনি। যা নিয়ে রীতিমতো চর্চা চলছে সর্বস্তরে।


তালিবান সে দেশের দখল নেওয়ার পর টালমাটাল অবস্থা আফগানিস্তানের। রশিদ তাঁর দেশের পাশে দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়েছেন। তালিবানের নিজের পতাকা থাকলেও রশিদ তাঁর দেশের চিরাচরিত পতাকা এঁকে মাঠে নামেন।


'দ্য হানড্রেড' প্রতিযোগিতায় রশিদ খেলছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সাউদার্ন ব্রেভের বিরুদ্ধে খেলার সঙ্গে রশিদ তাঁর মুখে আফগানিস্তানের পতাকা আঁকিয়ে মাঠে নেমেছিলেন। গত ১৯ অগাস্ট আফগানিস্তানের স্বাধীনতা দিবসে রশিদ আবেগি হয়ে পড়েছিলেন। ট্যুইটারে দেশের পতাকায় মুখ রাঙানোর ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, "আজ কিছুটা সময় নিচ্ছি। আমার দেশের জন্য কারও স্বার্থত্যাগের কথা ভুললে চলবে না। আমরা শান্তির প্রার্থনা করছি।  উন্নয়ন ও ঐক্যবদ্ধ দেশের প্রার্থনা করি।"


ট্যুইটারে তিনটি ছবি পোস্ট করেন রশিদ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে আফগানিস্তানের জাতীয় পতাকায় চুম্বন করছেন তিনি। পরের ছবিতে দেখা যাচ্ছে তিনি ডাগ আউটে বসে আছেন। চোখে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। শেষ ছবিতে শুধু আফগানিস্তানের একটি পতাকা।


রশিদের উদ্বেগ টের পাওয়া গিয়েছে তাঁর দল ট্রেন্ট রকেটসের অধিনায়ক লুইস গ্রেগরির কথায়। গ্রেগরি বলেন, ‘‘আমাদের দলটা দারুণ। সবাই যতটা সম্ভব ওর খেয়াল রাখছে। ওকে ব্যস্ত রাখছে। ও যে পরিচিত চনমনে মেজাজে নেই, সেটা ওকে দেখলেই বোঝা যাচ্ছে। আমরা সবাই ওকে চাঙ্গা করার চেষ্টা করছি।’’


তালিবান কবলিত আফগানিস্তানের ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশের জন্য উদ্বিগ্ন রশিদ। এর আগে ট্যুইটারে আফগান টি টোয়েন্টি অধিনায়ক কখনও 'পিস' লিখেছিলেন! আবার ইনস্টাগ্রামের স্টোরিতে রশিদ লিখেছিলেন যে, তিনি ঘুমাতেও পারছেন না।