দেহরাদুন: টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা তরুণ লেগস্পিনার রশিদ খান টেস্ট ক্রিকেটেও সফল হবেন বলে আশাবাদী আফগানিস্তানের কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘রশিদের বয়স মাত্র ১৯ বছর। তবে ওর মস্তিষ্কের বয়স ৩০ বছর। ওর কাছ থেকে কী আশা করা হয়, সেটা ও জানে। তবে অপর এক তরুণ লেগস্পিনার মুজিবের (উর রহমান) বয়স মাত্র। ও কীভাবে মানিয়ে নেয়, সেটা দেখতে হবে।’


টেস্ট খেলার যোগ্যতা অর্জন করার পর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। এ বিষয়ে সিমন্স বলেছেন, ‘আমাদের ব্যাটসম্যানদের পাশাপাশি রশিদ ও মুজিবকেও ধৈর্য ধরে খেলতে হবে। গত বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে চারদিনের ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল রশিদ। ও উইকেট পেয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও উইকেট পেয়েছিল রশিদ। আশা করি ও এই পারফরম্যান্স ধরে রাখতে পারবে।’