কলম্বো: দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হওয়ার দায়িত্বগ্রহণের পর দলের অনুশীলনে বেশ কিছু নতুনত্ব আমদানি করেছেন রবি শাস্ত্রী। অল্পদিনের মধ্যেই সেই তফাত চোখে পড়তে শুরু করেছে।
কোচ শাস্ত্রীর নতুন যে তত্ত্ব বা বৈশিষ্ঠ্য দলে অন্তর্ভুক্ত করেছেন, তার অন্যতম হল দলের যে কোনও ব্যাটসম্যানকে নামার জন্য প্রস্তুত থাকতে হবে। এর সঙ্গে ব্যাটিং অর্ডারের কোনও সম্পর্ক না থাকলেও, কোচ শাস্ত্রীর নিদান, ম্যাচের আগে অনুশীলন এমন হতে হবে যাতে যে কোনও সময় ম্যাচে নামতে হতে পারে।
যেমন গল টেস্টের সময় দলের দুই ওপেনার শিখর ধবন ও অভিনব মুকুন্দকে নির্দেশ দেওয়া হয়েছিল, আগে মাঠে পৌঁছতে। সেইমতো তাঁরা দলের বাকিদের আগে মাঠে পৌঁছে অনুশীলন শুরু করেন। লক্ষ্য হল, যদি ভারত প্রথম ব্যাটিং করে, তাহলে, ওপেনারদের চোখ যেন সেট হয়ে থাকে।
তেমনটাই হল। কোহলি টসে জিতে ব্যাটিং নেন। ওপেনিংয়ে নেমে শিখর ধবন ১৬৮ বলে বিস্ফোরক ১৯০ রান করেন। ম্যাচে যে সময় ধবন-মুকুন্দ জুটি শ্রীলঙ্কার বোলারদের সংহার করছিলেন, তার মধ্যে চেতেশ্বর পূজারা নিজের অনুশীলন সেরে নেন। বিরাট করছিলেন অনুশীলন।
ভারতীয় দলের সূত্রে খবর, কোহলিরা এই নতুন অভিনব অনুশীলন পন্থাকে স্বাগত জানিয়েছেন। নতুন ভাবনার নেপথ্যে কোচের ভাবনা হল—টিমকে মাঠে এক নম্বর হতে হবে। কারণ, প্রাক্তন কোচ অনিল কুম্বলের জমানায় আইসিসি তালিকায় এক নম্বর টেস্ট দল ছিলেন কোহলিরা।
ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে ভারতীয় দল শীর্ষস্থান দখল করে। এখন শাস্ত্রীর ওপর সেই প্রত্যাশার চাপ রয়েছে। তা কোচ নিজেও ভালমতো জানেন। যেমন জানেন তাঁর ছাত্ররা। যদিও, কোচ ক্রিকেটারদের বলেছেন, খেলাকে উপভোগ করতে।