চেন্নাই: গতকাল গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের পর অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর ছোড়ার ঘটনার নিন্দায় সরব হলেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। ট্যুইট করে অশ্বিন বলেছেন, ‘আমাদের দেশে অতিথিদের সম্মান জানানো হয় এবং আপ্যায়ণ করা হয়। কিন্তু অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর ছোড়ার ঘটনায় আমাদের দেশের বদনাম হল। আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আমার মনে হয় আমাদের দেশের বেশিরভাগ মানুষই দায়িত্ববান।’


গতকাল ম্যাচ শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া দল যখন স্টেডিয়াম থেকে হোটেলে ফিরছিল, তখনই টিম বাসে পাথর ছোড়া হয়। অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ ট্যুইটারে বাসের ভাঙা জানলার ছবি দিয়ে লিখেছেন, এই ঘটনায় তাঁরা আতঙ্কিত। এরপরেই এই ঘটনার নিন্দা করেছেন অশ্বিন।