সেঞ্চুরিকারী প্রোটিয়া ব্যাটসম্যান ডিন এলগার (১৬০)-কে আউট করে টেস্টে ২০০ উইকেট সংগ্রহ করলেন জাডেজা।
৪৪ টেস্ট ম্যাচ খেলে ২০০ উইকেট নিলেন জাডেজা। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে দ্রুত ২০০ উইকেট সংগ্রহের তালিকায় সবার আগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৩৭ তম টেস্টে ২০০ উইকেট ক্লাবে প্রবেশ করেন। এই কৃতিত্ব অর্জনের ক্ষেত্রে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে ও হরভজন সিংহ নিয়েছেন যথাক্রমে ৪৬ ও ৪৭ টি ম্যাচ।
বাঁহাতি বোলারদের মধ্যে অবশ্য সবচেয়ে দ্রুত ২০০ উইকেট সংগ্রহের কৃতিত্ব জাডেজারই। এক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাট (৪৭ ম্যাচ) ও মিচেল জনসন (৪৯)-কে।