নয়াদিল্লি: ড্যান্সিং আম্পায়ার। নবি মুম্বইয়ে টেনিস বলে ক্রিকেট টুর্নামেন্টে দেখা গেল এমনই মজাদার ঘটনা।মাঠে খেলা চলার সময় ক্রিকেটারদের বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এবার মুম্বইয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচের মাঝেই নাচলেন আম্পায়ার। তাঁর এহেন পারফরমেন্স ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাডেজার পোস্ট করা এই ভিডিও প্রসঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ট্যুইট, এমন আম্পায়ারই তো চাই! ভিডিও শেয়ার করে জাডেজা লিখেছেন, ও মাই গড, হাসি চাপতে পারছি না।