নয়াদিল্লি: অনুরাগীদের ধন্যবাদ জানালেন দিলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে দলের বিদায়ের পর এই বার্তা দিয়েছেন জাডেজা। ওই ম্যাচে ১৮ রানে হেরে যায় ভারত। রান তাড়া করতে নেমে প্রবল চাপের মধ্যে দুরন্ত লড়াই করেছিল জাডেজা ও মহেন্দ্র সিংহ ধোনির জুটি। টপ অর্ডারের বিপর্যয়ের পর এই দুজন দলকে জেতানোর একটা মরিয়া প্রয়াস করেছিলেন। কিন্তু তাঁদের চেষ্টা সফল হয়নি। বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় সমর্থকদের।



সেমিফাইনালে হারের পর সোশ্যাল মিডিয়ায় ওই অনুপ্রেরণামূলক বার্তা পোস্ট করেছেন জাডেজা। তিনি লিখেছেন, পতনের ফের ফের ঘুরে দাঁড়ানো এবং হাল না ছাড়ার মানসিকতার শিক্ষা আমাকে দিয়েছে খেলা। আমার অনুপ্রেরণার উত্স অনুরাগীরা। তাঁদের প্রত্যেককে যতই ধন্যবাদ জানাই না কেন, তা পর্যাপ্ত নয়। সমর্থনের জন্য ধন্যবাদ। এভাবেই অনুপ্রাণিত করতে থাকুন এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সেরাটা মেলে ধরব।
সেমিফাইনালে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেন জাডেজা। রস টেলরকে অসাধারণ থ্রো-তে রান আউট, হেনরি নিকোলসের ক্যাচ স্মরণীয় হয়ে থাকবে। ব্যাট করতে নেমে চাপের মুখে ৫৯ বলে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি।