চেন্নাই : গত বছর আইপিএল (IPL) শেষের পর থেকেই চেন্নাই সুপার কিংসে (Chennai Super kings) রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা শোনা যাচ্ছিল। সিএসকের প্রাক্তন অধিনায়ক নাকি দল ছাড়তে পারেন, এমন খবর ছড়াচ্ছিল। সেই সময়ে কোনওরকমে এই জল্পনা ধামাচাপা দিয়ে দিলেও, ফের একবার জাডেজার সিএসকের ছাড়ার জল্পনা ঘিরে উত্তাল ক্রিকেটবিশ্ব।


সিএসকে ঘিরে পোস্ট মুছে দেন জাডেজা


জাডেজা নিজের সোশ্যাল মিডিয়ায় ২০২১ ও ২০২২ সালে সিএসকে সংক্রান্ত যে সমস্ত পোস্ট করেছিলেন, তা সব মুছে দিয়েছেন। এর আগে আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিএসকেকে আনফলো করা নিয়ে তাঁর দল জোর জল্পনা উঠেছিল। এবার এই কাণ্ডের ফলে জাডেজা এবং সিএসকের মধ্যেকার সম্পর্কের ফাটল আরও স্পষ্ট হয়ে উঠেছে বলেই মনে করছেন নেটিজেনরা। এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘জাডেজা এই বছর (মহেন্দ্র সিংহ) ধোনির (Mahendra Singh Dhoni) জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাননি। উনি কিন্তু প্রতি বছর ধোনিকে শুভেচ্ছা জানান। ও নিজের ইন্সটাগ্রাম থেকেও সিএসকেকে নিয়ে সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছে। কিছু তো সমস্যা হয়েছে বটেই।’


আবার আরেক নেটিজেন তথা সিএসকে সমর্থক জাডেজাকে অন্তত আরেক মরশুম সমর্থকদের কথা ভেবে সিএসকের হলুদ জার্সি পরেই মাঠে নামার আকুতি জানিয়েছেন। ‘অন্তত আরেকবার (সিএসকের হয়ে মাঠে নামুন)? যে সকল সমর্থকরা আপনাকে এত ভালবাসা দিয়েছে, তাদের কথা ভেবে।’ অনুরোধ সমর্থকের। জাডেজা শেষমেশ আদৌ আর সিএসকের জার্সিতে মাঠে নামবেন কিনা, সেটা সময়ই বলবে। তবে তিনি যে আর সিএসকের অধিনায়ক হবেন না সেটা প্রায় পাকা।



সিএসকে অধিনায়ক হিসাবে ব্যর্থ জাডেজা


মহেন্দ্র সিংহ ধোনির থেকে অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে জাডেজার ব্যক্তিগত পারফরম্যান্স তো পড়ে গিয়েছিলই, দলের পারফরম্যান্সও একেবারে তলানিতে ঠেকেছিল। মাঝ মরশুমেই সিএসকের অধিনায়কত্বের দায়িত্ব আবার ধোনিকেই ফিরিয়ে দেওয়া হয়। পাঁজরের চোট মরশুমের শেষের দিকটা খেলতে পারেননি জাডেজা। তাই আর ইয়েলো ব্রিগেডের হয়ে ‘স্যার’ মাঠে নামতে না পারলে, এক হতাশাজনক মরশুম দিয়েই শেষ হবে তাঁর বর্ণময় সিএসকে কেরিয়ার।


আরও পড়ুন: ফিটনেসই সাফল্যের চাবিকাঠি, ম্যাচ সেরা হয়ে রহস্য ফাঁস করলেন হার্দিক