সাদাম্পটন: আইপিএলের আগে ভারতীয় দলে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ভারতীয় দলে জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন ছিল। তবে আইপিএল থেকেই ঘুরে দাঁড়িয়েছেন হার্দিক। গুজরাত ফ্রাঞ্চাইজিকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর এবার ভারতীয় দলের হয়েও ফুল ফোটাচ্ছেন তিনি। বৃহস্পতিবার (৭ জুলাই) ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে, সাদাম্পটনে ব্যাটে-বলে কামাল করলেন অলরাউন্ডার হার্দিক। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ ৫১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন হার্দিক। তবে এখানেই শেষ নয়, বল হাতে প্রথম পরিবর্তন হিসাবে এসেও জ্বলে উঠেন তিনি। ৩৩ রানের বিনিময়ে নিয়ে নেন চার-চারটি উইকেট।
ভাল পারফর্ম করতে ফিটনেসই হাতিয়ার হাদিক পাণ্ড্যর:
প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা পারফরম্যান্সের পর হার্দিক জানান, ‘গত বারও ইংল্যান্ডে আমি চারটি উইকেট নেওয়ার পাশাপশি, ৩০ রান মতো করেছিলাম। এই মুহূর্তে আমি নিজের ক্রিকেটটা দারুণভাবে উপভোগ করছি। তবে সফল হতে অনুশীলনের পাশাপাশি আমি নিজের ফিটনেসের উপরও অনেকটা জোর দিচ্ছি। আমি বেশ অনেকটা সময়ই মাঠের বাইরে ছিলাম। তাই নিজের ছন্দটা ফিরে পেতে ফিটনেসে জোর দেওয়ার সিদ্ধান্ত নিই।’
অধিনায়কত্ব হার্দিকের কাছে একেবারেই বাড়তি বোঝা নয়:
আইপিএলে অধিনায়ক হিসাবে দলকে চ্যাম্পিয়ন করিয়েছেন। ইতিমধ্যেই আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের হয়েও অধিনায়কত্ব করে ফেলেছেন হার্দিক। তবে অধিনায়কত্ব তাঁর খেলার উপর তেমন কিছু ভিন্ন প্রভাব ফেলেছে বলে মানতে নারাজ হার্দিক।
তিনি বলেন, ‘আইপিএলে অধিনায়কত্ব করা এবং জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারায় আমি খুশি। আমি বরাবরই বাড়তি দায়িত্ব উপভোগ করেছি এবং তার ফলে আমার খেলারও উন্নতি ঘটেছে। অধিনায়কত্ব অবশ্যই বাড়তি দায়িত্ব নিতে বাধ্য করে। তবে আমার ক্ষেত্রে বলব আমি কিন্তু আগেও সবসময় দায়িত্ব নিয়েই খেলতাম।’
আরও পড়ুন: দুরন্ত পাওয়ার প্লে, অলরাউন্ডার হার্দিকের তুখোড় পারফরম্যান্স, অভিভূত নেতা রোহিত