পোর্ট অফ স্পেন: আশঙ্কাই সত্যি হল। হাঁটুর চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুক্রবার মাঠে নামতে পারলেন না রবীন্দ্র জাডেজা। ভারতীয় দল থেকে জানানো হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ম্যাচে খেলতে পারবেন না সৌরাষ্ট্রের অলরাউন্ডার।


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে ফের উদ্বেগে ভারতীয় শিবির। বৃহস্পতিবারই সূত্র মারফত জানা গিয়েছিল যে, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) চোটের জন্য গোটা ওয়ান ডে সিরিজে নাও খেলতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার। ভারতীয় শিবির থেকে ম্যাচের আগের দিনই ইঙ্গিত ছিল যে, প্রথম ম্যাচে অনিশ্চিত জাডেজা। তাঁর হাঁটুতে চোট রয়েছে বলে ভারতীয় দলের অসমর্থিত একটি সূত্র থেকে জানা গিয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল।


 




ভারতীয় ক্রিকেট দলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, জাডেজার ডান হাঁটুতে চোট রয়েছে। যে কারণে নিকোলাস পুরানদের বিরুদ্ধে প্রথম দুই ওয়ান ডে ম্যাচে খেলতে পারবেন না তিনি। সেই সঙ্গে এও জানা যাচ্ছে যে, গোটা ওয়ান ডে সিরিজেই বিশ্রাম দেওয়া হতে পারে সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডারকে। ভারতীয় দল থেকে জানানো হয়েছে, টিম ফিজিও জাডেজার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তৃতীয় ওয়ান ডে ম্যাচে তিনি আদৌ খেলতে পারবেন কি না, তা পরে জানানো হবে।


আরও পড়ুন: আইপিএল খেলে শিরোনামে এসেছিলেন, ভারতের দুই তরুণের জন্য এবার বড় সুযোগ