নয়াদিল্লি: আঙুলে অস্ত্রোপচারের পর তিনি সদ্য প্র্যাক্টিস শুরু করেছেন। আইপিএলের জন্য তাঁর দল চেন্নাই সুপার কিংস প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনি, রবীন্দ্র জাডেজাও শীঘ্রই যোগ দেবেন শিবিরে। তবে তার আগে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। বাঘ-দর্শন হল জাডেজার।


কোথায়? কীভাবে? চিড়িয়াখানায় নয়, জাডেজা বাঘ দেখলেন একেবারে খোলা জঙ্গলে। কী করলেন ভারতীয় ক্রিকেটের জাড্ডু? ক্যামেরায় গোটা দৃশ্য লেন্সবন্দি করে রাখলেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জাডেজা। আর মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।


ভিডিওতে দেখা যাচ্ছে, গুজরাতের একটি জঙ্গলে সাফারির সময় আচমকা রাস্তার ওপর, গাড়ির সামনে হাজির একটি পূর্ণবয়স্ক বাঘ। রাস্তা পার করতে গিয়ে আচমকা থমকাল সেটি। কয়েক মুহূর্ত যেন কী একটা ভাবল। তারপর ফের ঘুরে গিয়ে যে পথ দিয়ে এসেছিল, সেদিকেই ঘন জঙ্গলের মধ্যে সেঁধিয়ে গেল।


ভিডিওটি পোস্ট করে জাডেজা মজা করে লিখেছেন, ‘আমার দ্রুত আরোগ্য কামনা করতে এসেছিল।’



সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট চলার সময় বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁর ওই আঙুলে যে চিড় ধরেছে, তা স্ক্যানে ধরা পড়ে। তবু ওই অবস্থাতেই প্যাড-গ্লাভস পরে দেশের হয়ে ব্যাট করতে নামার জন্য প্রস্তুত ছিলেন ভারতীয় অলরাউন্ডার। যদিও তাঁকে ওই ম্যাচে মাঠে নেমে ব্যাট করতে হয়নি। সিডনি টেস্ট শেষ হতে জাড্ডুর বাঁ-হাতের আঙুলে অস্ত্রোপচার হয়। এরপর তাঁকে দেশে ফিরে আসতে হয়। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকডেমি বা এনসিএ-তে তাঁর রিহ্যাবিলিটেশন চলে প্রায় দুই মাস। দীর্ঘ ফিটনেস ট্রেনিংয়ের পর অবশেষে মাঠে নামার মতো পরিস্থিতিতে পৌঁছেছেন জাডেজা। কয়েকদিনের মধ্যেই সিএসকে-র প্রস্তুতি শিবিরে যোগ দেবেন তিনি। শনিবার চেন্নাই সুপার কিংসও জাডেজার বাঘ দেখার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। হুইসল পোড়ু।’