কটক: ১-০ পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। পরপর দুই ম্যাচ জিতে সিরিজের দখল নিয়েছেন বিরাট কোহলিরা। বিশাখাপত্তনমে ১০৭ রানে জয় আর কটকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪ উইকেটে জয় পেয়েছে ভারত। ব্যাটে বলে দেশের এই দলগত সাফল্যের পর ট্যুইট করে অভিনন্দন বার্তা দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের উন্নতির কথাও। সৌরভ ট্যুইটে লিখেছেন, “আরও একটা জয়। অভিনন্দন। কঠিন সময়ে দারুণ ব্যাটিং। জাদেজার ব্যাটিং উন্নতি ভারতের জন্য গুরুত্বপূর্ণ।”
প্রসঙ্গত, কটকে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩১৬ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে গিয়ে রোহিত শর্মা (৬৩), কে এল রাহুল (৭৭) এবং বিরাট কোহলির (৮৫) ব্যাটিং পারফর্ম্যান্সের সঙ্গেই উল্লেখ্যনীয় জাদেজার ৩১ বলে ৩৯ রানের ইনিংসও। এখনও পর্যন্ত ওয়ান ডে এবং টেস্ট মিলিয়ে সাড়ে তিন হাজারের ওপরে রান করেছেন এই অলরাউন্ডার। সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে ২৫টি অর্ধ শতরান এবং ১টি শতরান রয়েছে রবীন্দ্র জাদেজার।