নয়াদিল্লি: একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচগুলিতে পারফরম্যান্সের উপর জোর দেওয়ার লক্ষ্যে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিলেন অম্বাতি রায়ডু। ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার শনিবার এই ঘোষণা করেছেন। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘হায়দরাবাদের অধিনায়ক ও ভারতের একদিনের ম্যাচের দলের সদস্য অম্বাতি রায়ডু সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট ও টি-২০ ক্রিকেটে মন দেওয়ার লক্ষ্যে রঞ্জি ট্রফি সহ দীর্ঘ সময়ের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সংক্ষিপ্ত ওভারের আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচগুলিতে খেলবেন। তিনি বিসিসিআই, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন, অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছেন।’
ভারতের একদিনের ম্যাচের দলের সদস্য হলেও, এখনও পর্যন্ত টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি রায়ডু। তবে একদিনের আন্তর্জাতিকে তিনি ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। আগামী বছর বিশ্বকাপে ভারতীয় দলের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে তাঁর কথাই ভাবছেন অধিনায়ক বিরাট কোহলি। সে কথা মাথায় রেখেই ফিটনেস ধরে রাখতে চাইছেন রায়ডু।
লক্ষ্য একদিনের ক্রিকেট ও টি ২০, প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর রায়ডুর
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2018 11:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -