মুম্বই: অনূর্ধ্ব-২৩ সি কে নাইডু ট্রফিতে অনন্য নজির গড়লেন পুদুচেরির তরুণ বাঁ হাতি স্পিনার সিদাক সিংহ। মণিপুরের বিরুদ্ধে তিনি একাই নিলেন ১০ উইকেট। ১৭.৫ ওভার বল করে ৩১ রান দিয়ে ১০ উইকেট নেন এই স্পিনার। সিদাকের দাপটে মাত্র ৭১ রানেই শেষ হয়ে যায় মণিপুরের ইনিংস।
টেস্টের ইতিহাসে মাত্র দু’জন বোলার এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। প্রথমবার এই নজির গড়েন ইংল্যান্ডের জিম লেকার। দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেন ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে। ঘরোয়া ক্রিকেটে অবশ্য এর আগে সুভাষ গুপ্তে, প্রেমাংশু চট্টোপাধ্যায় ও দেবাশিস মোহান্তির এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির আছে। এবার তাঁদের সঙ্গে একাসনে বসে পড়লেন ১৯ বছরের সিদাক। মুম্বইয়ের এই তরুণ পুদুচেরির হয়ে খেলতে নেমেই দক্ষতার পরিচয় দিলেন।
সি কে নাইডু ট্রফিতে ১০ উইকেট সিদাক সিংহের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2018 07:30 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -