যদিও রায়াডুর বল করা আটকাচ্ছে না। আইসিসি জানিয়েছে, ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অফস্পিনারকে। ততদিন পর্যন্ত ম্যাচে বল করতে পারবেন তিনি। কেরিয়ারে এখনও পর্যন্ত ৪৬টি ওয়ান ডে খেলে মাত্র ২০.১ ওভার বল করেছেন রায়াডু। নিয়েছেন তিনটি উইকেট। ছটি টি-টোয়েন্টি খেললেও বল করেননি তিনি। সন্দেহজনক অ্যাকশন, রায়াডুর বিরুদ্ধে রিপোর্ট আইসিসি-র
Web Desk, ABP Ananda | 13 Jan 2019 03:43 PM (IST)
দুবাই: অম্বাতি রায়াডুর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে গেল। রবিবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, সিডনি ওয়ান ডে-তে বৈধ ছাড়ের চেয়ে বেশি মাত্রায় কনুই ভেঙে বল করেছিলেন রায়াডু। সিডনিতে ওই ম্যাচে দু’ওভার বল করেছিলেন অনিয়মিত অফস্পিনার রায়াডু। দিয়েছিলেন ১৩ রান। আইসিসি বিবৃতিতে জানিয়েছে, ৩৩ বছরের ক্রিকেটারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট জমা দিয়েছেন সিডনি ম্যাচের আম্পায়াররা।