দুবাই: সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা না দেওয়ায় আন্তর্জাতিক ম্যাচে অম্বাতি রায়াডুর বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল আইসিসি। আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সন্দেহজনক বোলিংয়ের রিপোর্ট পাওয়ার পর নির্ধারিত ১৪ দিনের মধ্যে পরীক্ষা দেননি সংশ্লিষ্ট ক্রিকেটার। সেই কারণে তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। তিনি যতদিন না বোলিংয়ের পরীক্ষা দিচ্ছেন, ততদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। পরীক্ষা দিয়ে তিনি যদি প্রমাণ করতে পারেন তাঁর অ্যাকশন বৈধ, তাহলে ফের বল করতে পারবেন।’
এ মাসের ১৩ তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রায়াডুর বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট জমা পড়ে। অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত বোলিং করেন না। ৪৯টি একদিনের ম্যাচে তিনি ১২১টি বল করেছেন। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে একটিও বল করেননি রায়াডু। ফলে তাঁর বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি হলেও খুব একটা সমস্যা হবে না। আন্তর্জাতিক ম্যাচে বল করতে না পারলেও, ঘরোয়া ম্যাচগুলিতে অবশ্য রায়াডুর বল করতে বাধা নেই।
আন্তর্জাতিক ম্যাচে রায়াডুর বোলিংয়ে নিষেধাজ্ঞা
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jan 2019 04:30 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -