নয়াদিল্লি: দেওয়ালি উদযাপনে শব্দবাজি না ফাটানোর আবেদন করে ‘হিপোক্র্যাট’ বা ‘দুমুখো’ বদনাম শুনতে হল বিরাট কোহলিকে, সোস্যাল মিডিয়ায়। ব্যাপারটা এতদূর গড়িয়েছে যে বিরাট আইপিএলে যে টিমের অধিনায়ক, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) পর্যন্ত সাফাই দিতে আসরে নেমেছে। সাধারণ মানুষকে বলছেন, দেওয়ালিতে শব্দবাজি ফাটাবেন না, তবে কেন নিজের টিম আরসিবি, আইপিএলকে প্রতিটা ম্যাচের শেষে শব্দবাজি ফাটানোয় বারণ করেননি, তাদের নিন্দা করেননি বিরাট? এই প্রশ্নই তোলা হয়েছে সোস্যাল মিডিয়ায়। ৩২ বছরের বিরাটকে নিশানা করে অশালীন হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে। গত কয়েকদিন ধরে সোস্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছেন বিরাট।
গোটা অধ্যায়ের সূত্রপাত চলতি মাসের প্রথম দিকে বিরাটের জন্মদিন উদযাপনে আরসিবি-র সরকারি হ্যান্ডলে পোস্ট করা ভিডিও ঘিরে। সেই ভিডিওতে অধিনায়কের জন্মদিনের খুশিতে শব্দবাজি ফাটানোর ছবি ভাইরাল হয়। ব্যাস, শুরু হয়ে যায় বিরাটকে ট্রোল করা। শেষ পর্যন্ত আরসিবি ব্যাখ্যা দেয়, শব্দবাজি ফাটানোর ভাইরাল হওয়া ভিডিওটি ঠিক নয়। তারা কখনই শব্দবাজি ফাটায়নি। বাজি ফাটানোর দৃশ্য নেওয়া হয়েছে গত ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহির পতাকা দিবস উদযাপনের পুরানো আর্কাইভ ফুটেজ থেকে। পরিবেশে সুন্দর, পরিষ্কার রাখায় নিজেদের অবস্থানও স্পষ্ট করে জানায় তারা।


ট্যুইটারে লেখা হয়েছে, আশা করি, আপনারা সকলেই শান্তিতে পরিবার, বন্ধুদের নিয়ে সুখে দেওয়ালি পালন করছেন। স্পষ্ট করে দেওয়া ভাল, আরসিবি-র সাম্প্রতিক উদযাপনমূলক ভিডিওতে যে শব্দবাজি পোড়ানোর দৃশ্য রয়েছে, সেগুলি ইউএই-র পতাকা দিবস পালনের আর্কাইভ ফুটেজ থেকে নেওয়া। পরিবেশ রক্ষায় আরসিবির আন্তরিক প্রয়াস অব্যাহত রয়েছে। বছরের পর বছর ধরে আমরা এটাই করে আসছি।


দেওয়ালির শুভ মূহূর্ত উপলক্ষ্যে ভক্ত, অনুরাগীদের উদ্দেশ্যে বিরাট আবেদন করেন, তাঁরা যেন শুধু পরিবারের সঙ্গে প্রদীপ জ্বালিয়েই এবার উত্সব করেন। বলেন, মনে রাখুন, পরিবেশ বাঁচাতে শব্দবাজি ফাটাবেন না, এই শুভ মূহূর্তে শুধুমাত্র বাড়িতে পরিবারের সদস্য়দের সঙ্গে আনন্দ করুন, মিষ্টি বিলোন।
প্রসঙ্গত, বিরাটের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়া সফরে আছে। সেখানে কোয়ারান্টিনে থেকে ট্রেনিং নিচ্ছেন দলের সদস্য়রা। ২৭ নভেম্বর থেকেভারত সেখানে তিনটে একদিনের ম্যাচ, তিনটি টি২০ ম্যাচ, চারটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে।