কলকাতা: আর মাঝে মাত্র একটা দিন। তারপরই দশম আইপিএল-এর ঢাকে কাঠি পড়বে।
বর্তমানে ঘরের মাঠে অনুশীলনে মগ্ন টিম কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ফাঁকেই সোমবার দলের হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস লিন জানালেন, এবারে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) হারানোই সবথেকে বড় চ্যালেঞ্জ।
অস্ট্রেলীয় তারকা বলেন, আরসিবি-র যা ব্যাটিং শক্তি, তাতে তাদের হারানো কঠিন। ওদের ক্রিকেটার ও কোচিং স্টাফদের গুণমান অত্যন্ত ভাল।
প্রসঙ্গত, আরসিবি-র ব্যাটিং লাইন-আপে রয়েছেন—বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স। এছাড়া রয়েছেন শেন ওয়াটসন, স্টুয়ার্ট বিনি ও কেদার যাদবের মত ফিনিশার।
এদিন শহরের একটি ক্রিকেট মিউজিয়ামে কেকেআর গ্যালারির উদ্বোধনে গিয়েছিলেন লিন। সেখানেই তিনি বলেন, আমাদের পরিকল্পনা হল যথাসম্ভব ডট বল করা। এটা চ্যালেঞ্জ। কিন্তু (বিপক্ষের) যদি বাউন্ডারির সংখ্যা কমাতে পারি, তাহলে ম্যাচ জেতা সম্ভব।
চোটের কারণে, প্রথম কয়েকটি ম্যাচে খেলবেন না বিরাট। এদিন সেই প্রসঙ্গেও মুখ খোলেন লিন। জানান, ওদের দলের যা শক্তি, তাতে খুব সমস্যায় ওদের পড়তে হবে বলে মনে হয় না। তিনি যোগ করেন, কলকাতাও প্রথম দিকে উমেশ যাদবকে পাবে না।
২০১৪-১৫ মরশুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দ্রুততম অর্ধশতরান করেছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। তাঁর আশা, আইপিএলে তাঁর সতীর্থ ইউসুফ পাঠানও এমন কিছু নজির গড়বেন।
ইউসুফের দায়িত্ব হল টুর্নামেন্টের দ্রুততম ৫০ করার। ওকে পাঁচ বা ছয় নম্বরে নেমে যতটা সম্ভব বল মাঠের বাইরে পাঠাতে হবে। ও এটাই সবথেকে ভাল করতে পারে বলেও জানান লিন।
নিজের দল সম্পর্কে জানাতে গিয়ে অস্ট্রেলীয় ব্যাটসম্যান জানান, দলে জোরে বোলারদের একটা ভাল কম্বিনেশন রয়েছে। তাঁর দাবি, দলে ট্রেন্ট বোল্ট, নাথান কুল্টার-নাইল, ক্রিস ওকস এবং উমেশ রয়েছে। এছাড়া, কয়েকজন ভালমানের স্পিনার রয়েছে।
লিনের মতে, এই আইপিএলে আসল লড়াই হবে আরসিবি-র ব্যাটিং শক্তি বনাম কেকেআর-এর বোলিং শক্তির।