নয়াদিল্লি: এবারের আইপিএলে একেবারেই উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এ কথা মাথায় রেখে আরসিবি-তে বড়সড় রদবদল হচ্ছে। দলের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরিকেও ছেঁটে ফেলা হয়েছে। সেইসঙ্গে ব্যাটিং ও ফিল্ডিং কোচ ট্রেন্ট উডহিল এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও আগামী মরশুমের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

যদিও দলের বোলিং মেন্টর হিসেবে আশিষ নেহরাকে বহাল রেখেছে আরসিবি। জানা গেছে, সঞ্জয় বাঙ্গারকে ভেট্টোরির জায়গায় আনার চেষ্টা চলছে। ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন বাঙ্গার। বিসিসিআইয়ের গাইডলাইন অনুসারে আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন না তিনি। কারণ ওই গাইডলাইন অনুসারে তা স্বার্থের সংঘাতের মধ্যে পড়ে। এই কারণেই ভারত এ দলের কোচিংয়ের দায়িত্ব পাওয়ার পর দিল্লি ডেয়ারডেভিলসের কোচের পদ ছাড়তে হয়েছিল রাহুল দ্রাবিড়কে।

তাই বাঙ্গারকে না পাওয়া গেলে বিকল্প হিসেবে গ্যারি কার্স্টেনকে কোচ হিসেবে পাওয়ার চেষ্টা করছে আরসিবি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান গ্যারি এর আগেও আরসিবি-র ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। ২০১১-তে ভারতের বিশ্বকাপ জয়ের পিছনে কোচ হিসেবে তাঁর অবদান কারুর অজানা নয়। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনার পরই।

এ বছরের আইপিএলে আরসিবি প্লেঅফেও পৌঁছতে পারেনি। ২০১৬-তে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পর দশম ও একাদশ মরশুমে আরসিবি-র পারফরম্যান্সের গ্রাফ পড়তির দিকেই। এবারের আইপিএলে ১২ পয়েন্ট পেয়ে ষষ্ঠস্থানে ছিল আরসিবি।