কলকাতা: এখনও পর্যন্ত এবারের আইপিএলে আট ম্যাচে সাত বার হারতে হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।এই অবস্থায় শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে টুর্নামেন্টে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স। টুর্নামেন্টে দ্বিতীয় জয় পাওয়ার একটা ভালো সুযোগ তাদের সামনে। কারণ, পরপর তিনটি ম্যাচে এখন আত্মবিশ্বাসের তলানিতে চলে গিয়েছে নাইট ব্রিগেড। পয়েন্ট তালিকায় দুই নম্বর থেকে ছয় নম্বরে নেমে এসেছে দীনেশ কার্তিকের দল। তার ওপর নাইট রাইডার্সের ডেঞ্জারম্যানের চোট উদ্বেগে রেখেছে দলকে। দলের অনুশীলনের সময় বাঁ কাঁধে একটা বাউন্সার আছড়ে পড়ে রাসেলের। দলের শেষ ম্যাচ চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে থেকেই রাসেলের চোটের সমস্যা ছিল। ওই ম্যাচে তিনি সফল হতে পারেননি। আর এই ঘটনা ক্যারিবিয়ান ক্রিকেটারের ওপর কেকেআরের অতি-নির্ভরতা সামনে এসেছে।
টুর্নামেন্টের প্রথম মোকাবিলায় রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে দিয়েছিল নাইট রাইডার্স। তাঁর ১৩ বলে ৪৮ রানের বিস্ফোরক ইনিংসে ভর করে ২০৬ রানের বিশাল লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।
আগামীকালের ম্যাচের আগে রাসেল সুস্থ হয়ে ওঠেন কিনা, সেদিকে সবার নজর থাকবে। তিনি না খেলতে পারলে তা হবে নাইট শিবিরে একটা বড় ধাক্কা। কারণ, হারের হ্যাটট্রিকের পর এবার ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।
প্লেঅফে জায়গা পাকা করতে বাকি ছয়টির মধ্যে কমপক্ষে চারটিতে জিততে হবে নাইট রাইডার্সকে। একের পর এক ম্যাচ হেরে কোণঠাসা আরসিবি-কে হারিয়ে জয়ের দৌড় ফের শুরু করার একটা সুযোগ কেকেআরের কাছে রয়েছে।
আরসিবি-র দুই তারকা কোহলি ও এবি ডিভিলিয়ার্সকে চেনা ছন্দে দেখা যাচ্ছে। কিন্তু দল হিসেবে সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না তারা। পেস বোলিং তাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তরুণ তারকা নভদীপ সাইনি ভালো বোলিং করলেও সিনিয়র উমেশ যাদবকে প্রত্যাশিত ছন্দে দেখা যাচ্ছে না। চোটগ্রস্ত নাথন কোল্টার-নাইলের পরিবর্তে টুর্নামেন্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকার পেসার ডেইল স্টেইন দায়িত্ব নিয়ে প্রস্তুত। এতে পেস বিভাগ তাদের ঝাঁঝ ফিরে পাবে বলে দলের আশা।
কেকেআরের পেস বোলিং ডিপার্টমেন্টও সে রকম ভালো কিছু করতে পারেনি। অন্যদিকে, স্পিনাররাও ইডেনের ব্যাটসম্যান সহায়ক উইকেটে জ্বলে উঠতে পারেননি।