মাদ্রিদ: কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হ্যাটট্রিকের পরই রিয়াল মাদ্রিদ থেকে ইস্তফা জিনেদিন জিদানের। আজই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। আগামী মরসুমে আর রিয়ালের কোচ হিসেবে কাজ করতে চাই না। তিন বছর এই ক্লাবের হয়ে কোচিং করেছি। এবার অন্য কাজ করতে চাই। চাই নতুন চ্যালেঞ্জ। তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডেকে জানালেন জিজু। ২০১৬ সালে রাফায়েল বেনিটেজের জায়গায় সান্তিয়াগো বার্নাব্যুতে কোচ হয়ে আসেন জিদান। সেই থেকে মোট ৯টি ট্রফি জিতেছেন। এরমধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের হ্যাটট্রিক।