গোল্ড কোস্ট: ২১ তম কমনওয়েলথ গেমসের প্রথম দিন ভারতকে প্রথম সোনার পদক এনে দিলেন বিশ্ব চ্যাম্পিয়ন মহিলা ভারত্তোলক সাইখোম মিরাবাই চানি। ৪৮ কিলো বিভাগে তিনটি বারের প্রচেষ্টা (৮০ কিলো, ৮৪ কিলো এবং ৮৬ কিলো)- তেই স্ন্যাচ ও ক্লিন লিফ্ট করে কমনওয়েলথের রেকর্ড গড়ে সোনা জিতলেন চানু।
এরপর তিনি তিনটি সফল প্রয়াসেই তাঁর ওজনের দ্বিগুণেরও বেশি ওজন (১০৩ কেজি, ১০৭ কেজি এবং ১১০ কেজি তোলেন। এভারে ক্লিন ও জার্কে এবং সেইসঙ্গে কমনওয়েলথে নয়া রেকর্ড গড়েন চানু। ২০১৪-র গ্লাগসো কমনওয়েলথ গেমসে রূপো জিতেছিলেন চানু।
সাফল্য উচ্ছ্বসিত চানু বলেছেন, রেকর্ড ভেঙে দেব বলে আশা করিনি। তবে এমনটা করতে চেয়েছিলাম। তা করতে পেরে খুশি।
চানু বলেছেন, এই কৃতিত্ব অর্জন করতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাঁকে।
এই ভারতীয় ভারত্তোলক মোট ১৯৬ কেজি (৮৬+ ১১০) ওজন তুলে কারারা স্পোর্টস ও লিজার সেন্টারের দর্শকদের প্রশংসা আদায় করে নেন।
চানু জানিয়েছেন, তাঁর পরবর্তী লক্ষ্য এশিয়ান গেমস। এবার সেখানেই ভালো ফল করতে চান তিনি। চানু বলেছেন, এশিয়ান গেমসের লড়াই কঠিন হবে, কারণ সেখানে চিন ও তাইল্যান্ডের প্রতিযোগীরা থাকবেন। তাই আরো পরিশ্রম করতে হবে। এখানে সেরকম লড়াই না থাকলেও তিনি তাঁর সেরাটাই দিয়েছেন বলে জানিয়েছেন চানু।
এর আগে ২৩ বছরের এই ভারত্তোলক সবচেয়ে বেশি ১৯৪ কেজি ওজন ( ৮৪ কেজি স্ন্যাচ এবং ক্লিন ও জার্কে ১০৯ কেজি ) তুলে কয়েকমাস আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন।
এই বিভাগে রূপো জিতেছেন মরিশাসের মেরি রানাইভোসোভা। ব্রোঞ্জ পেয়েছেন দিনুসা গোমস।
এবারের কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম সোনার পদক জিতলেন ভারত্তোলক মিরাবাই চানু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2018 01:05 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -