নয়াদিল্লি: ব্যাডমিন্টনের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন কিদম্বী শ্রীকান্ত। এটাই তাঁর জীবনের সেরা র‌্যাঙ্কিং। এ বছর চারটি সুপার সিরিজ খেতাব জয়ের সুবাদেই শ্রীকান্তের এই উত্থান। এখন তাঁর রেটিং পয়েন্ট ৭৩,৪০৩। কোনও ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ রেটিং পয়েন্ট।

গত রবিবারই ডেনমার্ক ওপেন সুপার সিরিজ জিতেছেন শ্রীকান্ত। সেই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে তিনি যাঁকে হারিয়েছিলেন, সেই ভিক্টর অ্যাক্সেলসেন এখনও এক নম্বরে আছেন। তবে শ্রীকান্ত যে দুর্ধর্ষ ফর্মে আছেন, তাতে তিনি কিছুদিনের মধ্যেই বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে যেতেই পারেন।

ভারতের অন্যান্য শাটলারদের মধ্যে এইচ এস প্রণয় একধাপ উঠে ১১ নম্বরে। মহিলা সিঙ্গলসে দ্বিতীয় স্থানে আছেন পিভি সিন্ধু। সাইনা নেহওয়াল ১১ নম্বরে।