মুম্বই: চোটের জন্য এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে ছিটকে গিয়েছেন আগেই। এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব সারছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এবার নিজের ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে একটি ভিডিও পোস্ট করলেন তারকা এই ডানহাতি পেসার। নিজের পোস্টের ক্যাপশনে বুমরা লিখেছেন, ''নো হার্ডল ইজ বিগার এনাফ''। অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ''কোনও বাধাই বিশাল বড় নয়।'' 


ইনস্টাগ্রামে বুমরার পোস্ট






দেখা যাচ্ছে যে রীতিমতো অনুশীলন সারছেন বুমরা। তাঁর সঙ্গে রয়েছেন হর্ষল পটেলও। তিনিও চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারবেন না। 


আক্রম সমীহ করছেন সূর্যকুমার যাদবকে


ভারতীয় দলে তারকা ২ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা থাকলেও তাঁদেরকে নয়, বরং সূর্যকুমার যাদবকে সমীহ করছেন আক্রম। তিনি বলছেন, ''অবশ্যই ভারতীয় দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি রয়েছেন। তবে এই ফর্ম্যাটে আমি সূর্যকুমার যাদবের ভক্ত। অসাধারণ একজন ব্যাটার। ওঁ যখন কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিল, তখন ওকে প্রথম মরসুমে কলকাতা নাইট রাইডার্সে দেখেছিলাম আমি। ৭ ও ৮ নম্বরে নেমে অদ্ভুত কিছু শট খেলে ও। ফাইল লেগে কিছু শট যা খেলা সত্যিই খুব কঠিন। পাক বোলারদের ওঁকে নিয়ে সতর্ক থাকা উচিত।''


আসন্ন শনিবার (২৭ অগাস্ট) থেকে শুরু হতে চলেছে এ বারের এশিয়া কাপ । সেই জন্যই আজ ভারতীয় দলের সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিপত্তি।