লর্ডস: লর্ডস টেস্টের প্রথম ইনিংসে শতরান করার পর পাকিস্তানের অধিনায়ক মিসবা উল হকের উচ্ছ্বাস প্রকাশের অনন্য ভঙ্গি সবার নজর কেড়ে নিয়েছিল। তিনি প্রথমে হেলমেট খুলে সহ খেলোয়াড়দের স্যালুট করেন। তারপর ১০ বার পুশ আপ করেন। এভাবে শতরানের আনন্দ প্রকাশ করার কারণ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এবার সেই জল্পনার অবসান হল।

 

মিসবা নিজেই রহস্য ফাঁস করে বলেছেন, ইংল্যান্ড সফরে আসার আগে তাঁরা সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। সেনাকর্মীরা ১০ বার পুশ আপ করেন। তাঁদেরও একটি সাম্মানিক সঙ্কেত শেখানো হয়েছিল। তাঁরা মাঠে ঢুকে সেই সঙ্কেত বলে ১০ বার পুশ আপ করেন। তিনি সেনাকর্মীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, শতরান করার পরে পুশ আপ এবং স্যালুট করবেন। সেই কারণেই তিনি জাতীয় পতাকাকে স্যালুট করে সম্মান জানিয়েছেন এবং সেনাকর্মীদের কথা মনে রেখে পুশ আপ করেছেন।

 

লর্ডসে টেস্ট খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন। ক্রিকেটের মক্কায় শতরান করার স্বপ্নও দেখেন ব্যাটসম্যানরা। লর্ডসে প্রথম টেস্টেই শতরান তো বিশাল ব্যাপার। যেমন সৌরভ গঙ্গোপাধ্যায় করেছিলেন। ৪২ বছরের মিসবাও সেই কীর্তি গড়ে ফেললেন। সেই কারণেই এত আনন্দ।

 

দেখুন মিসবার সেই উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গি। ভিডিও সৌজন্যে ইসিবি