শিলিগুড়ি: করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দিলেন মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য বাংলার তরুণী রিচা ঘোষ। শিলিগুড়ির জেলাশাসক সুমন্ত সহায়ের বাসভবনে গিয়ে তাঁর হাতে চেক তুলে দেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ।
এ বিষয়ে রিচা বলেছেন, ‘সবাই যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে এবং মুখ্যমন্ত্রী সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়েছেন, তখন আমার মনে হয়েছে, একজন দায়িত্ববান নাগরিক হিসেবে কিছু অবদান রাখা উচিত।’
টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয় রিচার। টি-২০ বিশ্বকাপে তিনি দু’টি ম্যাচে খেলার সুযোগ পান। চমকপ্রদ পারফরম্যান্স দেখাতে না পারলেও, খারাপ খেলেননি তিনি। তবে এবার সামাজিক দায়বদ্ধতার জন্য তিনি আরও বেশি নজর কেড়ে নিলেন।
সিএবি সূত্রে খবর, ৬৬ জন ম্যাচ পর্যবেক্ষক মিলে মোট দেড় লক্ষ টাকা দিয়েছেন। ৮২ জন স্কোরার মিলে দিয়েছেন ৭৭,৪২০ টাকা। মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি দীপক সিংহ ২ লক্ষ টাকা দিয়েছেন। প্রাক্তন টেস্ট ক্রিকেটার মিঠু মুখোপাধ্যায় ২৫ হাজার টাকা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। বাংলার অনূর্ধ্ব-২৩ মহিলা দলের কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার ১০ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন। বিভিন্ন ক্লাবও অর্থসাহায্যের কথা জানিয়েছে।
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দিলেন রিচা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2020 04:56 PM (IST)
সিএবি সূত্রে খবর, ৬৬ জন ম্যাচ পর্যবেক্ষক মিলে মোট দেড় লক্ষ টাকা দিয়েছেন। ৮২ জন স্কোরার মিলে দিয়েছেন ৭৭,৪২০ টাকা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -