ইতিমধ্যেই ১৮ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ফেলেছেন রিচার্ডস জুনিয়র। টিম ইন্ডিয়ার হোটেলে বাবার সঙ্গে গিয়ে কোহলির সঙ্গে দেখা করলেন মালি। বিসিসিআই টিভি-কে ভিভ জানিয়েছেন, টেস্টে প্রথম ডবল সেঞ্চুরি কোহলি করেছে অ্যান্টিগাতে। তাই এই ইনিংসকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। মাত্র একটি দিনেই পেন্টিংটি তৈরি করা হয়েছে। আর এই পেন্টিং কোহলির হাতে তুলে দিতে আমরা এখানে এসেছি।
কোহলি টেস্ট ক্রিকেটে তিন হাজার রান পূর্ণ করেছেন। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে দ্বিশতরানের কৃতিত্ব কোহলি অর্জন করেছেন স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।
এর আগে রিচার্ডস কোহলির ডাবল সেঞ্চুরিকে দুরন্ত ও ধ্রুপদী ইনিংস বলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। ভিভ বলেন, একজন ব্যাটসম্যান হিসেবে এই ইনিংস দেখাটা দারুন আনন্দদায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই ইনিংস হলেও এই অসাধারণ ধ্রুপদী ইনিংসের প্রশংসা না করে পারছি না।