সিডনি: আগামী বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দলে কোচ জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবে নিয়োগ করা হল প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে। ইংল্যান্ডে বিশ্বকাপ দখলের লড়াইয়ে নামবে। তার আগে মূলত ব্যাটসম্যানদের কথা মাথায় রেখে সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হল।

বোলিং কোচ ডেভিড সাকেরের পদত্যাগের একদিন পর পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা পন্টিংকে নিযুক্ত করা হল। দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনটি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছেন, সহকারি কোচ হিসেবে পন্টিং একদিনের দলের ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন। বর্তমান ব্যাটিং কোচ গ্রেম হিক অ্যাশেজ সিরিজের প্রস্তুতির দিকে মনঃসংযোগ করবেন।

ল্যাঙ্গারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পন্টিং বলেছেন, তাঁর বন্ধু ও প্রাক্তন সতীর্থর সঙ্গে যোগ দিতে পেরে তিনি উচ্ছ্বসিত।

অন্যদিকে, ল্যাঙ্গার বলেছেন, শুধু ব্যাটসম্যানদের কাছেই নয়, পুরো দলের কাছেই ও মূল্যবান মেন্টর হয়ে উঠবে।  আমরা অজি দলে অতীতেও একসঙ্গে কাজ করেছি। ও ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ কোচ এবং খেলোয়াড়দের উন্নতি ও অস্ট্রেলিয়ার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করবে।