রিও-তে প্রথম দিন হতাশ করলেন জিতু, সানিয়া, লিয়েন্ডাররা
Web Desk, ABP Ananda | 07 Aug 2016 08:23 AM (IST)
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে প্রথম দিন যাঁদের উপর ভরসা ছিল ভারতের, তাঁরা প্রায় প্রত্যেকেই হতাশ করলেন। আশা জাগিয়েও পদক পেলেন না শুটার জিতু রাই। টেনিস পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডেই হেরে গেলেন লিয়েন্ডার পেজ ও রোহন বোপান্না। টেনিসে মহিলাদের ডাবলসে হেরে গেলেন সানিয়া মির্জা-প্রার্থনা। বাংলার টেবল টেনিস তারকা মৌমা দাস এবং শুটার অয়নিকা পালও হতাশ করলেন। প্রথম দিন পদকের জন্য জিতুর দিকে তাকিয়েছিল গোটা দেশ। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে পৌঁছে আশা বাড়িয়েছিলেন জিতু। কিন্তু শেষপর্যন্ত তিনি চূড়ান্ত হতাশ করলেন দেশকে। লিয়েন্ডার, সানিয়ারাও সহজেই হার স্বীকার করলেন। মৌমার মতোই দেশের অন্যতম সেরা পুরুষ টেবল টেনিস তারকা অচিন্ত্য শরৎ কমলও প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন। ভারত্তোলক সাইখম মীরাবাই চানুও হতাশ করেছেন। ভারতের এই হতাশার দিনে পুরুষ হকি দলের প্রথম ম্যাচেই জয় এবং রোয়িংয়ে পুরুষদের সিঙ্গল স্কালসে দাত্তু বাবান ভোকানালের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোই ভারতের পক্ষে আশার বিষয়। দ্বিতীয় দিনে আরও ভাল ফলের আশায় ভারতীয় শিবির।