রিও ডি জেনেইরো: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় হকি দলের৷ গেমস ভিলেজে আসবাব সমস্যা মেটার পর এবার সমস্যার নাম জার্সি৷ শনিবার প্রথম ম্যাচ ভারতীয় হকি দলের৷ কিন্তু এখনও জার্সি পেলেন না শ্রীজেশরা৷ বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি৷

 

প্রথমে ঘরে চেয়ার-টেবিল, টেলিভিশন না থাকায় প্রবল সমস্যায় পড়েন শ্রীজেশরা৷ কোনওমতে সেই সমস্যা মেটানোর পর এবার নতুন সমস্যা৷ প্রথম ম্যাচ খেলতে নামার আগে বাকি মাত্র আর ৪৮ ঘন্টা৷ কিন্তু এখনও ম্যাচের জার্সি এল না সর্দার সিংহদের হাতে৷

 

মাত্র এক সেট জার্সি নিয়েই রিও-তে এসেছে হকি দল৷ সেই জার্সি পরেই এখন প্রতিদিন অনুশীলন করছে হকি দল৷ কিন্তু এক জার্সি পরে কী করে সম্ভব টানা তিন সপ্তাহ ম্যাচ খেলা? এই প্রশ্ন তুলেই এবার হকি ইন্ডিয়াকে চিঠি পাঠালেন দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর রোল্যান্ট অল্টম্যান্স৷ হকি ইন্ডিয়ার সিইও এলেনা নরম্যানকে বাধ্য হয়ে চিঠি পাঠান তিনি৷

 

চিঠিতে অল্টম্যান্স লিখেছেন, ‘আমরা অনেকবার ভারতীয় অলিম্পিক সংস্থা ও হকি ইন্ডিয়ার ম্যাথু আইলসকে জানানো সত্ত্বেও এখনও আমরা রিও অলিম্পিকে খেলার জন্য সঠিক কিট পেলাম না৷ আমরা এক সেট জার্সিই এতদিন ধরে ব্যবহার করছি৷ আমরা একই জার্সি পরে খেললেও, টানা ৩ সপ্তাহ এই এক জার্সি পরে খেলা অসম্ভব৷ শ্যেফ দ্য মিশন আমাদের জানিয়েছেন, তিনি আইওএ-কে জানিয়েছেন বিষয়টি৷ কিন্তু কিছুই সুরাহা হয়নি৷ আপনার কাছে অনুরোধ, বিষয়টি যত দ্রুত সম্ভব, সুরাহা করুন৷’

 

এই চিঠির পরেই নড়েচড়ে বসে হকি ইন্ডিয়া৷ গোটা ঘটনায় বিরক্ত হকি ইন্ডিয়ার সভাপতি নরিন্দর বাত্রা৷ আইওএ-র উপর প্রচন্ড ক্ষুব্ধ নরিন্দর বাত্রার নির্দেশ, বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ যত তাড়াতাড়ি সম্ভব ক্যুরিয়র করে পাঠানো হোক খেলোয়াড়দের জার্সি৷

 

শেষপর্যন্ত ৬ তারিখ প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নতুন জার্সি পরে সর্দার সিংহদের দেখা যাবে কি না, তা নিয়ে এখনও রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন৷