প্রথম রাউন্ডেই হার, লিয়েন্ডারের দ্বিতীয় অলিম্পিক পদকের স্বপ্ন চুরমার
Web Desk, ABP Ananda
Updated at:
06 Aug 2016 04:31 PM (IST)
NEXT
PREV
রিও ডি জেনেইরো: রেকর্ড সপ্তম অলিম্পিকটা লিয়েন্ডার পেজের কাছে সুখকর হল না। শুরুটা হয়েছিল একাধিক বিতর্ক দিয়ে। শেষটাও হল হতাশাজনক। প্রথম রাউন্ডেই হেরে খালি হাতে রিও থেকে ফিরতে হচ্ছে ভারতের এই টেনিস তারকাকে।
‘অনিচ্ছুক’ সঙ্গী রোহন বোপান্নার সঙ্গে ডাবলসে খেলতে নেমে শনিবার পোল্যান্ডের মার্চিন ম্যাটকোবস্কি-লুকাস কুবোত জুটির কাছে স্ট্রেট সেটে ৪-৬, ৬-৭ (৬-৮) ফলে হেরে গেলেন লিয়েন্ডার-বোপান্না। মাঠের বাইরে তাঁদের সম্পর্ক যেমন খারাপ, কোর্টেও ঠিক সেটাই দেখা গেল। দু জনের কোনও বোঝাপড়াই ছিল না। ফলে যা হওয়ার সেটাই হল।
৪৩ বছর বয়সি লিয়েন্ডারের সম্ভবত এটাই শেষ অলিম্পিক। ফলে লিখে ফেলাই যায়, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এ শেষ ম্যাচ খেলে ফেললেন কলকাতার বেকবাগান রো-তে বেড়ে ওঠা এই তারকা।
রিও ডি জেনেইরো: রেকর্ড সপ্তম অলিম্পিকটা লিয়েন্ডার পেজের কাছে সুখকর হল না। শুরুটা হয়েছিল একাধিক বিতর্ক দিয়ে। শেষটাও হল হতাশাজনক। প্রথম রাউন্ডেই হেরে খালি হাতে রিও থেকে ফিরতে হচ্ছে ভারতের এই টেনিস তারকাকে।
‘অনিচ্ছুক’ সঙ্গী রোহন বোপান্নার সঙ্গে ডাবলসে খেলতে নেমে শনিবার পোল্যান্ডের মার্চিন ম্যাটকোবস্কি-লুকাস কুবোত জুটির কাছে স্ট্রেট সেটে ৪-৬, ৬-৭ (৬-৮) ফলে হেরে গেলেন লিয়েন্ডার-বোপান্না। মাঠের বাইরে তাঁদের সম্পর্ক যেমন খারাপ, কোর্টেও ঠিক সেটাই দেখা গেল। দু জনের কোনও বোঝাপড়াই ছিল না। ফলে যা হওয়ার সেটাই হল।
৪৩ বছর বয়সি লিয়েন্ডারের সম্ভবত এটাই শেষ অলিম্পিক। ফলে লিখে ফেলাই যায়, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এ শেষ ম্যাচ খেলে ফেললেন কলকাতার বেকবাগান রো-তে বেড়ে ওঠা এই তারকা।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -