রাঁচি: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ (One Day Series) খেলতে এই মুহূর্তে এই দেশেই রয়েছেন। কিন্তু এরই মধ্যে দেশ থেকে খারাপ খবর পেলেন ডেভিড মিলার (David Miller)। দীর্ঘ লড়াইয়ের পর ক্যান্সারের কাছে হার মানল মিলারের এক ক্ষুদে ভক্ত। নিজের ইনস্টাগ্রামে সেই ক্ষুদের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে মিলার এই হৃদবিদারক খবরটি নিজেই জানিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে পোস্টে মিলার লেখেন, "আরআইপি, লিটল রকস্টার। সবসময় তোমাকে ভালবাসব।''


ইনস্টাগ্রামে কী পোস্ট করেছেন মিলার?


 






আজ রাঁচিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ান ডে ম্যাচে হারের পর সঞ্জু স্যামসন ডেভিড মিলারের প্রশংসা করেছিলেন। ৬৩ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি সঞ্জু। ম্যাচের পর তিনি বলেছেন, 'আমাদের উন্নতি করার অনেক জায়গা রয়েছে। পাশাপাশি আমাদের দেখতে হবে কোন ব্যাটারদের বল করছি। আমার মতে ডেভিড মিলার এই মুহূর্তে বিশ্বের সেরা ফিনিশার। এই মাঠে ওকে বল করাটা ছিল খুব কঠিন।' বৃহস্পতিবার ৬৩ বলে অপরাজিত ৭৫ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিলার।   


এদিকে, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। তেম্বা বাভুমার শরীর ভাল না থাকায় তিনি এই ম্যাচে খেলছেন না। খেলছেন না তাবরেজ সামসিও।