নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ। তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা কড়া বার্তা দিয়েছেন যে আমরা বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনকে পেয়ে গিয়েছি। ঋষভ পন্থকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত, ওর সঙ্গে কথা বলা হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু সংশ্লিষ্ট খেলোয়াড়কেই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের আস্থার প্রমাণ দিতে হবে। দুর্ভাগ্যজনকভাবে ঋষভ এখনও পর্যন্ত সেটা করতে পারেনি। তবে ও এখনও এক্স ফ্যাক্টর। আমি এখনও মনে করি, ও ভাল ভাল মাঠের বাইরে ফেলে দিতে পারে। এই ব্যাটিং দক্ষতার জন্যই ও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যতের বিষয়ে লক্ষ্মণ বলেছেন, ‘আমার মনে হয়, ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনের পারফরম্যান্স দেখার জন্য ধোনিকে অপেক্ষা করতে হবে। ধোনি আইপিএল-এর জন্য তৈরি হচ্ছে। আইপিএল-এর পর ও সুযোগ পেতে পারে। আমি নিশ্চিত, ও অতীতে চেন্নাই সুপার কিংসের হয়ে যে পারফরম্যান্স দেখিয়েছে, এবারও সেরকমই ভাল খেলবে।’