Rishabh Pant: গাব্বায় ম্যাচ জিতিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা উইকেটকিপার-ব্যাটসম্য়ান ঋষভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2021 03:09 PM (IST)
ব্রিসবেনে ম্যাচ জেতানো অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছেন ঋষভ। তাঁর দুরন্ত ইনিংসের সৌজন্যে লজ্জার সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া। গাব্বায় ৩২ বছর পর টেস্ট হেরেছে ব্যাগি গ্রিন। সেই সঙ্গে প্রথম টেস্ট জেতার পরেও ভারতের কাছে সিরিজ হার হজম করতে হয়েছে টিম পেইনদের। যার অন্যতম কাণ্ডারি ঋষভ। গাব্বায় ব্যাট হাতে শাসনের পর ব্যাটসম্যানদের তালিকায় ১৩ নম্বরে উঠে এসেছেন পন্থ। যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ।
ব্রিসবেন: গাব্বায় টেস্ট জেতানোর পর ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন ঋষভ পন্থ। এবার আরও একটি স্বীকৃতি পেলেন দিল্লির তরুণ ক্রিকেটার। আইসিসি র্যাঙ্কিংয়ে উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে উঠে এলেন পন্থ। ব্রিসবেনে ম্যাচ জেতানো অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছেন ঋষভ। তাঁর দুরন্ত ইনিংসের সৌজন্যে লজ্জার সম্মুখীন হয়েছে অস্ট্রেলিয়া। গাব্বায় ৩২ বছর পর টেস্ট হেরেছে ব্যাগি গ্রিন। সেই সঙ্গে প্রথম টেস্ট জেতার পরেও ভারতের কাছে সিরিজ হার হজম করতে হয়েছে টিম পেইনদের। যার অন্যতম কাণ্ডারি ঋষভ। গাব্বায় ব্যাট হাতে শাসনের পর ব্যাটসম্যানদের তালিকায় ১৩ নম্বরে উঠে এসেছেন পন্থ। যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। উইকেটকিপার-ব্যাটসম্যানদের মধ্যে পন্থের র্যাঙ্কিংই সেরা। তালিকায় ১৫ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি'কক। গাব্বায় ৯১ রানের ইনিংস খেলা শুভমন গিল ৬৮ থেকে ৪৭ নম্বরে উঠে এসেছেন। ব্যাটে-বলে ভাল পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর। ব্যাটসম্যানদের মধ্যে ৮২ নম্বরে উঠে এসেছেন সুন্দর। ১১৩ নম্বরে রয়েছেন ঠাকুর। বোলারদের মধ্যে ৯৭ নম্বরে রয়েছেন সুন্দর। শার্দুল আছেন ৬৫ নম্বরে। ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচে ভারতীয়দের মধ্যে আছেন শুধু বিরাট কোহলি (চার)। শীর্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ২১ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স টেস্টে বোলারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তাঁর রেটিং ৯০৮। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা যথাক্রমে স্টুয়ার্ট ব্রড, নেল ওয়াগনার ও জোশ হ্যাজেলউডের রেটিং ক্রমান্বয়ে ৮৪৭, ৮২৫ এবং ৮১৬। ৭৬০ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ভারতের আর অশ্বিন। নবম স্থানে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং ৭৫৭। আইসিসি টেস্ট ক্রম তালিকার দলগত বিভাগে বেশ খানিকটা উঠল ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাসকর ট্রফিতে পর্যুদস্ত করার সৌজন্যে ১১৮ রেটিং ও ৩৭৬৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অজি শিবির।