এর আগের দুটি ম্যাচে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন ঋষভ। চেন্নাইয়ে গতকালের ম্যাচে অবশ্য উইকেটে থিতু হয়ে দায়িত্ব নিয়ে খেললেন তিনি। তাঁর ব্যাট থেকে এল ৫৮ রানের ঝকঝকে ইনিংস। দলের প্রয়োজনের সময় শিখর ধবনের সঙ্গে ১৩০ রানের পার্টনারশিপ গড়লেন ঋষভ। কেরিয়ারের সেরা ৯২ রান করে ম্যাচ জয়ে উজ্জ্বল ভূমিকা নেন ধবন।
ঋষভের ৩৮ বলে ৫৮ রানের ইনিংস সাজানো ছিল তিনটি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারি দিয়ে। কায়রন পোলার্ডের একটা বল যেভাবে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে মাঠের বাইরে ফেললেন ঋষভ, তা সবাইকে চমকিত করেছে। আসলে একহাতে ওই ছয় মারেন তিনি। এই প্রথম এক হাতে ছয় মারলেন না ঋষভ। এর আগেও আইপিএলে দিল্লি ডেয়ারবেভিলসের হয়ে বেশ কয়েকবার এভাবে ছয় মেরেছেন তিনি। কিন্তু যে রকম সাবলীলতায় গতকালের ম্যাচে ছয়টি মারলেন তিনি, তা পোলার্ড তো বটেই, আরও অনেককে বিস্মিত করেছে।
ভারতের রান তাড়ার সময় ১৩ তম ওভারে ওই ঘটনা ঘটে। পোলার্ডের অফ কার্টার আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিলেন ঋষভ। তখন ৩৮ রানে ব্যাট করছিলেন তিনি। পোলার্ডের বল মাঠের বাইরে পাঠাতে ব্যাট চালান তিনি। কিন্তু বলের গতি কম ছিল। তাই ব্যাট থেকে একটা হাত ছেড়ে দিতে বাধ্য হন তিনি। কিন্তু এরপরও বল ডিপ মিউউইকেট বাউন্ডারির বাইরে চলে যায়।