মুম্বই: ২০১৭-র আইপিএলে আফগানিস্তানের দুই ক্রিকেটার মহম্মদ নবি ও রশিদ খানের আত্মপ্রকাশ হচ্ছে। দুজনেই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নামছেন। কিন্তু ২০০৮-এ শুরু হওয়া ইস্তক আজ পর্যন্ত টি-২০ মহাযুদ্ধে পাকিস্তানের কোনও ক্রিকেটারকে ডাকেনি কেউ। বুধবার আইপিএলের দশম সংস্করণের উদ্বোধনের দিনই তাঁদেরও নেওয়ার পক্ষে সওয়াল করলেন ঋষি কপূর। ট্যুইটারে ৬৪ বছর বয়সি প্রাক্তন তারকা বলছেন, গোটা দুনিয়ার ক্রিকেটার আইপিএলে প্রতিভা মেলে ধরার সুযোগ পাচ্ছেন যেখানে, সেখানে পাকিস্তানি ক্রিকেটারদেরও সুযোগ দেওয়া উচিত। ঋষি লিখেছেন, আইপিএল, বিশ্বমানের প্লেয়ারদের নিয়েছ। আফগানিস্তানের হাতেখড়ি হল। এবার তাহলে পাক ক্রিকেটরদের কথাটাও ভাবো।
কপূর অ্যান্ড সনস অভিনেতা যে সময়ে কথাটা বলছেন, তখন চূড়ান্ত অনাস্থা, অবিশ্বাসের আবহাওয়া চলছে দুটি দেশের মধ্যে। ঋষি লিখেছেন, মতপার্থক্য দূরে সরিয়ে ভারতীয়দের আরও সহনশীল হয়ে উঠে পাকিস্তানের সঙ্গে খেলা আবার শুরু করা উচিত বলেও মত দিয়েছেন। আবার খেলা হওয়া উচিত। আমরা বড় মনের মানুষ।