Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মোহালিতে 'রো-হিট' ম্যাজিক, ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক রোহিতের
একদিনের ক্রিকেটে রো-হিট রাজ। ৫০ ওভারের খেলায় ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক রোহিত শর্মার। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে মোহালিতে দলের অধিনায়ক রোহিত শর্মার বিধ্বংসী ইনিংস। ১৫৩ বল খেলে ২০৮ রানে অপরাজিত থাকলেন তিনি। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করলেন ভারতের 'হিট-ম্যান'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে ২০১৩-তে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরানের ইনিংস খেলেন রোহিত।
একদিনের ক্রিকেটে সর্বাধিক রানের ইনিংসের রেকর্ড রয়েছে রোহিতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি
একদিনের ক্রিকেটে যে সাতটি দ্বিশতরান হয়েছে তার মধ্যে তিনটিই রোহিতের।
বাকি চার ব্যাটসম্যান যাঁরা একদিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন, তাঁরা হলেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, মার্টিন গুপ্টিল এবং ক্রিস গেইল।
মোহালিতে রোহিতের ২০৮ রান অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস। এক্ষেত্রে তালিকায় প্রথমে রয়েছেন সহবাগ। ২০১১-তে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বীরু করেন ২১৯ রান।
একদিনের ক্রিকেটে ১৭৩ ম্যাচে ১৬ টি সেঞ্চুরি সহ রোহিতের মোট রান ৬৪১৭।
মোহালির ইনিংসের শেষ ২৭ বলে ৯২ রান করেন তিনি। মারেন ১১ টি ছক্কা ও ৩ টি চার। স্ট্রাইক রেট ৩৪১। এর আগে প্রথম ১২৬ বলে তিনি ১১৬ রান করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -