টোকিও: চোট আঘাত যেন পিছুই ছাড়ছে না রজার ফেডেরারের। হাঁটুর চোটের জন্য এবার টোকিও অলিম্পিক্স থেকেও নাম তুলে নিলেন সুইস টেনিস সম্রাট। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেই সে কথা জানিয়েছেন রজার।
মঙ্গলবাই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রজার লেখেন, ‘ঘাসের কোর্টে খেলার সময় চোট পেয়েছিলাম। সেই জন্যই অলিম্পিক্স থেকে নাম তুলে নিতে বাধ্য হচ্ছি। এমনটা হওয়ায় আমি ভীষণ দুঃখিত। সুইৎজারল্যান্ডের হয়ে খেলার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি। সুস্থ হওয়ার জন্য সবরকমভাবে তৈরি হচ্ছি। পরের গ্রীষ্মে আবার ফিরতে পারি। গোটা সুইৎজারল্যান্ড দলকে আমার তরফে শুভেচ্ছা রইল। দূরে থাকলেও আমি সবসময় ওদের পাশে আছি।’
এর আগে ফরাসি ওপেনেও মাঝপথেই নিজের নাম তুলে নিয়েছিলেন ফেডেরার। উইম্বলডনের জন্য ভালভাবে প্রস্তুতি সারাই লক্ষ্য ছিল তখন ফেডেক্সের। ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ানোর সময় সে কথা উল্লেখও করেছিলেন। কিন্তু লন্ডনেও সাফল্য আসেনি। স্ট্রেট সেটে হারতে হয়েছিল অনামী পোলিশ প্রতিদ্বন্দ্বী হুবের হুরকাজের বিরুদ্ধে। এরপরই টেনিস বিশেষজ্ঞরাও আলোচনা শুরু করে দিয়েছেন যে রজারের কেরিয়ার কি তাহলে শেষের পথে। উইম্বলডন রজারের খুবই পয়া টুর্নামেন্ট। কেরিয়ারের যতগুলো গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, তার মধ্যে প্রাধান্য উইম্বলডনেরই। কিন্তু সেই টুর্নামেন্টও হারের সম্মুখীন হতে হচ্ছে রজারকে।
উল্লেখ্য, বিশ্ব টেনিসের অবিংসবাদিত সম্রাট মানা হয় রজারকে। পুরুষদের টেনিসে সর্বপ্রথম ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিকও হয়েছিলেন তিনি। কিন্তু এরপরই রাফায়েল নাদাল তাঁকে ছুঁয়ে ফেলেন। এবারের উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে নোভাক জকোভিচও রজারকে ছুঁয়ে ফেলেছেন। এই মুহূর্তে তিন টেনিস তারকারই গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা ২০।
ফেডেরারের বয়স চল্লিশ ছুঁয়েছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর থেকে এখনও পর্যন্ত আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। উল্লেখ্য, কেরিয়ারে এখনও পর্যন্ত ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ফরাসি ওপেন, ৮টি উইম্বলডন ও ৫টি ইউ এস ওপেন জিতেছেন ফেডেরার।