মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন তাঁরা। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন (Rohan Bopanna)। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের নজির গড়লেন ভারতের তারকা টেনিস প্লেয়ার।
সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন মার্সেলো আরেভোলা। তার আগে মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাস বয়সে। তালিকায় তৃতীয় আর এক ভারতীয় লিয়েন্ডার পেজ়। তিনি ২০১৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ২ মাস বয়সে। বোপান্না এঁদের সবাইকেই অনেকটা ছাপিয়ে গেলেন।
তবে পুরুষ-মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড মার্টিনা নাভ্রাতিলোভার। তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস জিতেছিলেন লিয়েন্ডার পেজ়ের সঙ্গে জুটি বেধে। তখন নাভ্রাতিলোভার বয়স ৪৬ বছর ২৬১ দিন। গত বছরের ইউএস ওপেনের সময়ই এই রেকর্ড গড়ে ফেলতে পারতেন বোপান্না। তবে সে বার হেরে যান রাজীব রাম এবং জো সালিসবারি জুটির কাছে।
কিছুদিন আগেই বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বের সবচেয়ে বয়স্ক টেনিস প্লেয়ার হিসেবে পুরুষদের ডাবলসে ক্রমতালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন ৪৩ বছরের রোহন বোপান্না (Rohan Bopanna)। নিজের অস্ট্রেলিয়ান (Australian) টেনিস পার্টনারকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের(Australian Open 2024) ফাইনালেও পৌঁছে গিয়েছেন। ২০০৩ সাল থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিততে পারেননি। এবার সেই সুযোগ আছে। পারবেন? কথা শুনে মনে হবে যে কুড়ি বছরের বোপান্না। এক সাক্ষাৎকারে বলছেন, ''এখনও টেনিস খেলতে পারছি, এটার জন্যই আমি ভীষণ খুশি। বিশেষ করে ব্যথা নেই এখন আমার শরীরে। টেনিসটা খুব উপভোগ করছি। বিশ্বের ১ নম্বর টেনিস প্লেয়ার হিসেবে প্রতিটা মুহূর্ত কোর্টে উপভোগ করছি আমি।''
চেষ্টার কোনও বিকল্প নেই এবং বয়স একটি সংখ্যা মাত্র। এই প্রবাদগুলি প্রায়শই শোনা যায়। এগুলি যে কতটা সত্য, তার জলজ্যান্ত উদাহরণ হলেন রোহন বোপান্না। বারংবার ভারতীয় তারকা প্রমাণ করে দিচ্ছেন যে তিনি মতান্তরে নিজের কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন।