লন্ডন: আইসিসি বিশ্বকাপ একাদশে নেই একদিনের আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বিরাট কোহলি! এবারের বিশ্বকাপে পাঁচটি অর্ধশতরান করার পরেও সেরা দলে সুযোগ পাননি ভারতের অধিনায়ক। তাঁকে বাদ দিয়েই আজ দল ঘোষণা করেছে আইসিসি। ভারত থেকে এই দলে জায়গা পেয়েছেন শুধু রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ। আইসিসি বিশ্বকাপ একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।



এই দলে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের চার খেলোয়াড় আছেন। তাঁরা হলেন জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও জোফ্রা আর্চার। বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়া নিউজিল্যান্ডের দু’জন খেলোয়াড় আইসিসি বিশ্ব একাদশে সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন উইলিয়ামসন ও পেসার লকি ফার্গুসন। এছাড়া বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেরি ও অস্ট্রেলিয়ারই বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক দলে আছেন। দ্বাদশ ব্যক্তি নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্ট।

প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ, ইয়ান স্মিথ ও ঈশা গুহ, ক্রিকেট লেখক লরেন্স বুথ এবং আইসিসি জেনারেল ম্যানেজার ক্রিকেট জেফ অ্যালার্ডিস এই দল বেছে নিয়েছেন।