জয়বর্ধনের রেকর্ড ভেঙে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের
Web Desk, ABP Ananda | 15 Jul 2019 03:48 PM (IST)
২০০৩ বিশ্বকাপে ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৬৫ রান করেছিলেন। ভারতীয় অধিনায়কদের মধ্যে তিনিই সবার আগে।
ছবি সৌজন্যে ট্যুইটার
লন্ডন: নিয়মের ফেরে দলকে বিশ্বকাপ জেতাতে না পারলেও, ব্যক্তিগত নজির গড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনের রেকর্ড ভেঙে একটি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেললেন তিনি। ২০০৭ সালের বিশ্বকাপে ৫৪৮ রান করেছিলেন জয়বর্ধনে। এবারের বিশ্বকাপে ৫৫০ রান করে তাঁকে টপকে গিয়েছেন উইলিয়ামসন। ২০০৩ বিশ্বকাপে ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৪৬৫ রান করেছিলেন। ভারতীয় অধিনায়কদের মধ্যে তিনিই সবার আগে। তবে সবমিলিয়ে ৬ নম্বরে সৌরভ। তাঁর আগে আছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স (২০১৫ বিশ্বকাপে ৪৮২ রান), অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (এবারের বিশ্বকাপে ৫০৭ রান) এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (২০০৭ বিশ্বকাপে ৫৩৯ রান)।