রাঁচি: কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টের প্রথম দিনে এই কৃতিত্ব অর্জন করলেন। চলতি সিরিজে এখনও পর্যন্ত ১৭ টি ছয় মেরেছেন। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমেয়েরের রেকর্ড ভেঙেছেন রোহিত। ২০১৮-১৯ এ বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ১৫ টি ছয় মেরেছিলেন।
হেটমেয়েরের আগে এই রেকর্ড ছিল হরভজন সিংহর দখলে। তিনি ২০১০-১১ তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১৪ টি ছক্কা হাঁকিয়েছিলেন।
রোহিত এদিন সংকটের মুহুর্তে দলের ইনিংসের হাল ধরেন। আজিঙ্কা রাহানের সঙ্গে জুটি বেঁধে দলের ইনিংসের ভিত মজবুত করেন। সিরিজের তৃতীয় সেঞ্চুরিও এদিন করেছেন রোহিত। এরসঙ্গেই দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে কোনও একটি সিরিজে তিন বা তার বেশি সেঞ্চুরি করলেন তিনি। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন সুনীল গাওস্কর। তিনি তিনটি পৃথক সিরিজে এই নজির গড়েন।
কোনও একটি টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড রোহিতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Oct 2019 06:17 PM (IST)
কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টের প্রথম দিনে এই কৃতিত্ব অর্জন করলেন। চলতি সিরিজে এখনও পর্যন্ত ১৭ টি ছয় মেরেছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -