রাঁচি: টস জেতার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের বরাত ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। শেষ ছয়টি ম্যাচের সবকটিতেই টসে হেরেছেন তিনি। কপাল ফেরাতে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে ডুপ্লেসিস টস করতে নামলেন টেম্বা বাভুমাকে নিয়ে। এতে অবশ্য কোনও লাভ হল না। টস জিতলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন।
টস নিয়ে ডুপ্লেসিসের এই অসহায়তা দেখে হাসি চেপে রাখতে পারলেন না কোহলি, বলে বসলেন, ওহ ম্যান।





এশিয়ার মাটিতে পরপর ১০ টি টসে হারার পর ডুপ্লেসিস বলেছেন, এমনটা হওয়ার কথা নয় (প্রক্সি অধিনায়ককে দিয়ে টস জেতা)।
প্রক্সি অধিনায়ককে নিয়ে টস করতে নামার এই ধারণার সঙ্গে একেবারেই সহমত হতে পারেননি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ। তিনি বলেছেন, এটা খুবই বিচিত্র পরিস্থিতি। তবে একইসঙ্গে দুঃখজনক। এতে দক্ষিণ আফ্রিকা দলের মানসিকতা ধরা পড়ে। আমার এটা আদৌ ভালো মনে হয়নি। আসলে ওরা হারের জন্য ভুল কারণ দেখছে। দুর্ভাগ্যবশত ওরা ভালো খেলছে না। হ্যাঁ, উপমহাদেশে টস জেতাটা ভালো ব্যাপার। কিন্তু ভালো খেললে লড়াইয়ের সুযোগ থাকে।