রোহিত ব্যর্থ হলেও কিউয়ি বোলারদের দুরমুশ করল মুম্বই
Web Desk, ABP Ananda | 17 Sep 2016 08:00 PM (IST)
নয়াদিল্লি: এবারের ভারত সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেই ব্যাকফুটে নিউজিল্যান্ড। শনিবার ফিরোজ শাহ কোটলায় তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে কিউয়ি বোলারদের বেধড়ক পেটালেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা। কৌস্তভ পওয়ার (১০০) এবং সূর্যকুমার যাদব (১০৩) শতরান করলেন। সিদ্ধেশ লাড ( অপরাজিত ৮৬) ও আরমান জাফরও (৬৯) বড় রান করলেন। রোহিত শর্মা (১৮) ব্যর্থ হলেও, অন্যান্য ব্যাটসম্যানদের অসাধারণ ইনিংসের সুবাদে সহজেই নিউজিল্যান্ডের ৩২৪ রান টপকে গিয়েছে মুম্বই। দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের রান ৫ উইকেটে ৪৩১। ক্রিজে আছেন সিদ্ধেশ ও আদিত্য তারে (৫৩)। ১ উইকেটে ২৯ রান নিয়ে এদিন খেলা শুরু করে মুম্বই। কৌস্তভ ও আরমান দলের রান ১০০ টপকে দেন। আরমান ও রোহিত ফিরে যাওয়ার পর কৌস্তভের সঙ্গে জুটি বাঁধেন সূর্য। এরপর রান বাড়ান সিদ্ধেশ ও আদিত্য। এই সফরে স্পিনকে বেশি গুরুত্ব দিচ্ছে নিউজিল্যান্ড। কিন্তু ফিরোজ শাহ কোটলার এই ম্যাচ হচ্ছে ঘাসের উইকেটে। সেখানে কিউয়িদের কোনও বোলারই দাপট দেখাতে পারেননি। মুম্বইয়ের ব্যাটসম্যানরা সহজেই রান করেছেন। তাঁদের এই পারফরম্যান্স প্রথম টেস্টের আগে নিঃসন্দেহে ভারতীয় দলকে আত্মবিশ্বাসী করে তুলবে।