বার্মিংহাম: এজবাস্টনে বাংলাদেশকে ২৮ রানে হারিয়ে চলতি বিশ্বকাপের শেষ চারে চলে গেল ভারত। অস্ট্রেলিয়ার পর ভারতই দ্বিতীয় দল, যারা এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল। ৮ ম্যাচের ৬টি-তে জিতে ১৩ পয়েন্ট নিয়ে আইসিসি বিশ্বকাপ ২০১৯-এর টেবিল তালিকায় বিরাটরা এখন দ্বিতীয় স্থানে (নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়েছে)। আর ভারতের এই জয়যাত্রায় যার অবদান এখনও পর্যন্ত শিখরে, তিনি হলেন দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। ৮ ইনিংসে ৫৪৪ রান। তার মধ্যে ৪ শতরান সহ রয়েছে একটি অর্ধশতরান। বাংলাদেশের বিরুদ্ধেও ৯২ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন তিনি। ম্যাচের নায়কও রোহিতই। আর এই পারফর্ম্যান্সের পর মঙ্গলবার ভারত অধিনায়ক বিরাট কোহলি নির্দ্বিধায় বলে দিলেন, এই সময়ে রোহিতই বিশ্বের সেরা ওয়ান ডে ক্রিকেটার।
একই বিশ্বকাপে চার চারটি শতরান করার যে রেকর্ড এতদিন শ্রীলঙ্কার কিংবদন্তী কুমার সাঙ্গাকারার ঝুলিতে ছিল, এজবাস্টনে শতরান করে সেই মাইলফলকে পৌঁছে গেলেন রোহিতও।
আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বিরাট কোহলি। দুইয়ে রোহিত শর্মা। বাংলাদেশ ম্যাচের পর বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানই সাফ জানিয়ে দিলেন, এই সময়ে সেরা ওয়ানডে ব্যাটসম্যান তিনি নন, বরং তাঁর ডেপুটিই বিশ্বসেরা। বিরাটের কথায়, “আমি দীর্ঘদিন ধরে রোহিতকে দেখছি। গোটা বিশ্বে ও-ই (রোহিত) এখন সেরা ওয়ানডে ক্রিকেটার, ওকে দেখে আমরা খুব খুশি।” একই সঙ্গে যশপ্রীত বুমরাহর বোলিং নিয়েও প্রশংসা শোনা গেল ক্যাপ্টেন কোহলির মুখে। ‘ডেথ’ বোলিংয়ে বুমরাহর আক্রমণের কোনও জবাব বিপক্ষের কাছে নেই। সেই কারণেই বুমরাহকে দিয়ে প্রথমে স্রেফ ৪ ওভার বল করানো হয়েছে । শেষের দিকে বুমরাহর ধারাবাহিক ইয়র্কারের জন্যই ও এত ভয়ঙ্কর। কোহলি বলছেন, “ওর (বুমরাহ) ওভার আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। ও ওয়ার্ল্ড-ক্লাস বোলার। গোটা দলই যেভাবে পারফর্ম করল, তাতে আমি খুশি।”