গুয়াহাটি: অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার রোহিত শর্মার দুরন্ত জোড়া শতরানের দৌলতে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত। ভারতের সামনে ৩২৩ রানের লক্ষ্যমাত্রা রাখে ক্যারিবিয়ানরা। জবাবে মাত্র ৪২.১ ওভারে ২ উইকেট খুইয়েই জয় নিশ্চিত করে মেন ইন ব্লু। গুয়াহাটিতে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
এদিন ভারতের এই জয়ের মূল কাণ্ডারী ছিলেন কোহলি ও রোহিত। দুজনই দুরন্ত ফর্মে ছিলেন। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ভারতের। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট পড়ে। স্কোরবোর্ডে দলের তখন মাত্র ১০ রান। মাথায় ব্যক্তিগত ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার শিখর ধবন। ওয়েস্ট ইন্ডিজের সাফল্য ওই পর্যন্তই।
এরপর শুরু হয় কোহলি-রোহিতের যুগলবন্দি। দুজনে মিলে ক্যারিবিয়ান বোলিংকে ফালা-ফালা করতে থাকেন। মাঠের চারদিকে রান তুলতে থাকেন দুই ক্রিকেটার। একটা সময় ক্যারিবিয়ান বোলিংকে প্রায় ক্লাবস্তরে নামিয়ে আনেন দুজন। কোহলি-রোহিতকে আটকানোর কোনও রাস্তার এদিন হদিস পায়নি জেসন হোল্ডার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজের অনভিজ্ঞ বোলিং বিভাগ।
মাত্র ৮৮ বলে নিজের ৩৬তম একদিবসীয় ক্রিকেটে শতরান সম্পন্ন করেন অধিনায়ক। কিছুক্ষণের মধ্যে মাত্র ৮৪ বলে নিজের শতরান সম্পূর্ণ করেন রোহিত ‘হিটম্যান’ শর্মাও। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ২৪৬ রান তোলেন। এই পার্টনারশিপই শেষ করে দেয় ক্যারিবিয়ানদের যাবতীয় আশা।
শেষ পর্যন্ত ১০৭ বলে ১৪০ রান করে আউট হন কোহলি। কিন্তু, ততক্ষণে ম্যাচ কার্যত ভারতের পকেটে। এদিন কোহলির ইনিংস সাজানো ছিল ২১টি চার ও ২টি ছক্কায়। অধিনায়ক আউট হওয়ার পর অম্বাতি রায়ুডুকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করে ১১৭ বলে ১৫২ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন রোহিত। তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ৮টি বিশাল ছক্কায়।
এর আগে, টসে জিতে ভারত অধিনায়ক বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান। গুয়াহাটির ব্যাটিং সহায়ক পিচে প্রথমে ব্যাট করে যে কোনও স্কোরই যে নিরাপদ নয় সেটা হয়তো আগেভাগেই আন্দাজ করে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন বিরাট। শিমরন হেটমায়ারের করা ৭৮ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর এই ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৬টি বাউন্ডারি। পেনার কিয়েরন পাওয়েল করেন ৫১ রান।
অন্যদিকে, ভারতের হয়ে যুজবেন্দ্র চাহল তিনটি এবং মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নেন। খলিল আহমেদ একটি উইকেট নেন। এদিন ভারতীয় জাতীয় দলের জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে ঋষভ পন্তের।